দেশের প্রথম টেক্সটাইল বিশ্ববিদ্যালয় উদ্বোধন

দেশের বস্ত্রশিল্পে বিদেশি দক্ষ জনবল নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয়ে বর্তমান সরকার কলেজ অব টেক্সটাইল টেকনোলজিকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর ২০১০ তারিখে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন-২০১০ সংসদ কর্তৃক গৃহীত হয়। ২২ ডিসেম্বর ২০১০ খ্রিঃ তারিখে তা কার্যকর হয়।

২০১০-২০১১ সেশনে এ বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদের ৬টি বিভাগে ২৭০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে।
সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করার সময় স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিতাই চন্দ্র সূত্রধর, ডিন, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ১৭ হাজারের অধিক বিদেশি দক্ষ জনবল আমাদের বস্ত্র শিল্পে কাজ করে চলেছেন। নিজেদের দেশে দক্ষ প্রযুক্তিবিদ তৈরি করে ঐ স্থান দখল করার পাশাপাশি নতুন নতুন শিল্প গড়ে তাদের যুক্ত করতে হবে। তবেই দ্রুততর হবে বস্ত্র খাতের অগ্রগতি তথা অর্থনীতির চাকা। দেশের প্রথম টেক্সটাইল বিশ্ববিদ্যালয়টি দক্ষ জনবল সৃষ্টিসহ বাংলাদেশের বস্ত্রশিল্পে নবতর অধ্যায় যোগ করবে।

বর্তমানে ৩টি অনুষদের অধীনে বর্তমানে ৬টি বিষয়ে বিএসসি-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। ( তথ্য সূত্রঃ বিডিক্যাম্পাস নিউজ ডট কম )

No comments: